স্টাফ রিপোর্টার।।
ধূমপান ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দাউদকান্দির চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় গৌরীপুর ভোরের সাথী একাদশ ও চিনামূড়া টাইগার একাদশ। পুরো নির্ধারিত সময় জুড়েই উভয় দল আক্রমণাত্মক খেললেও গোলের দেখা না পাওয়ায় বিচারকমণ্ডলী দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ও দাউদকান্দি শাখার উপদেষ্টা কামরুল হাসান গরীব, কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ শাহ আলম, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হোসেন আজাদ, দাউদকান্দি শাখার আহবায়ক তফাজ্জল হোসেন ও সদস্য সচিব আবদুল কাদির পলাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাসেল রাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, কেন্দ্রীয় সহসভাপতি মোঃ সাইদুর রহমান মোল্লা, অর্থ সম্পাদক ফারুক কামাল, দপ্তর সম্পাদক তৈয়ব আলী, তিতাস উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ শাহজামান শুভ, দাউদকান্দি শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন, সেলিম শাহনেওয়াজ, আবদুস সালাম, সোনালী অতীত ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ মকবুল হোসেন এবং দাউদকান্দি শাখার সদস্য মোঃ মারুফ হোসেন পাঠান। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স ছিল চল্লিশোর্ধ্ব।
খেলা শেষে অতিথিবৃন্দ দুই দলের টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানের আকর্ষণ ছিল তরুণ ভয়েজ আর্টিস্ট কবির হোসেনের প্রাণবন্ত ধারাভাষ্য, যা মাঠে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে