• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধূমপানমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ: গোলশূন্য খেলায় দু’দলই যুগ্ম চ্যাম্পিয়ন জার্মানিতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-২০২৬ দেশী ও বিদেশী বিশ্ববিদ্যালয় স্কলারশিপ আপডেট: বিশ্লেষণ ও নির্দেশিকা (২০২৫-২৬) আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির অপরিহার্যতা: একটি বিশ্লেষণ রংপুরে ৫৬ দিনব্যাপী শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ২০ ডিসেম্বর: বাংলা ও গণিত শিক্ষকদের অগ্রাধিকার হিমালয় কন্যা পঞ্চগড়: ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন বিশ্লেষণ প্রাচীন সমতটের জনপদ থেকে আধুনিক কুমিল্লা: একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ নীল সীমার শেষ আলো এই দুনিয়ায় আমি এসেছি একা রংপুরে ICT4E জেলা অ্যাম্বাসেডর ও শিক্ষকদের মিলনমেলা: অতি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নে  প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ।
Notice
২০২৫ শিক্ষাবর্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী তে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।           ২০২৫ শিক্ষাবর্ষে রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।

এই দুনিয়ায় আমি এসেছি একা

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

এই দুনিয়ায় আমি এসেছি একা

মোহাম্মদ নাহিদ রহমান

দশম শ্রেণি

কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।

 

এই দুনিয়ায় আমি এসেছি একা,

এই দুনিয়া আমায়

ছেড়েও যেতে হবে যে একা।

এই রং তামাশার দুনিয়ার ভীড়ে,

কখন যে ভুলে গেছি আমি, যাওয়ারি কথা।

এই দুনিয়ার দিন গুলো যে যায়,

কত শত স্বার্থপরতায়,

কত ভালোবাসায়,

কত মায়ায়।

 

হ্যাঁ, আরো যে কত কিছুর মাঝেই যে যায় এই দিনগুলি।

আমি কেন জানি বুঝেই উঠতে পারিনা,

দুনিয়ায় না প্রতিদিন কত শত ঘটনাই না ঘটে যায়।

তবু কেন এই মনটি যত কষ্টদায়ক স্মৃতিরয়,

সেগুল নিয়ে বাঁচতে চায় বাঁচতে চায়।

স্মৃতিগুলো লিখে রাখে আমার হিসেবের খাতায়,

তাই হয়তো আমি,

হারিয়ে যাই এই দুনিয়ার কোন এক অন্ধকার ছায়ায়।

এ দুনিয়া আমার মনেহয় খোলা বইএর পাতা,

সময় হয়ে এলেই পাতাগুলো নীরব হয়েই যায়,

তখন আর কেউ পড়ে না তাই।

দুনিয়ায় হুট করে একদিন থামবে আমার পথচলা,

তবু মাটির গন্ধে থাকবে আমার কথাগুলি,

আমি এসেছিল একা, যাবোও আমি একা,

তবু কিছু কথা আমার,

যাবে দুনিয়ায় লেখা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

অভিনন্দন! দ্যা রয়েল কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার জন্য