• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধূমপানমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ: গোলশূন্য খেলায় দু’দলই যুগ্ম চ্যাম্পিয়ন জার্মানিতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-২০২৬ দেশী ও বিদেশী বিশ্ববিদ্যালয় স্কলারশিপ আপডেট: বিশ্লেষণ ও নির্দেশিকা (২০২৫-২৬) আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির অপরিহার্যতা: একটি বিশ্লেষণ রংপুরে ৫৬ দিনব্যাপী শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ২০ ডিসেম্বর: বাংলা ও গণিত শিক্ষকদের অগ্রাধিকার হিমালয় কন্যা পঞ্চগড়: ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন বিশ্লেষণ প্রাচীন সমতটের জনপদ থেকে আধুনিক কুমিল্লা: একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ নীল সীমার শেষ আলো এই দুনিয়ায় আমি এসেছি একা রংপুরে ICT4E জেলা অ্যাম্বাসেডর ও শিক্ষকদের মিলনমেলা: অতি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নে  প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ।
Notice
২০২৫ শিক্ষাবর্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী তে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।           ২০২৫ শিক্ষাবর্ষে রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে।

মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক ও ৫ম শ্রেণির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক ও ৫ম শ্রেণির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ ও ৩০ নভেম্বর ২০২৫ তারিখে লালমনিরহাট জেলার শিক্ষাঞ্চল কালীগঞ্জে “মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী এক বিশেষ আয়োজন। ২৯ নভেম্বর বার্ষিক বনভোজন (পিকনিক)  এবং ৩০ নভেম্বর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ সমাপনী ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাবা মোছাঃ সাজমুন নাহার খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জনাবা আনজিলা আক্তার,  জনাবা আইনুন নাহার, জনাবা নাদিরা সুলতানা, জনাবা লাইলী বেগম, জনাবা খাদিজা বেগম,  জনাব মোঃ আশারাফুল ইসলাম, জনাবা মনোয়ারা বেগম, জনাবা আরিফা বেগম, জনাবা পারভিন সুলতানা, জনাবা  স্বপ্না আক্তার, জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা নাসিমা বেগম, জনাবা নাজনীন আক্তার, জনাবা শারমিলা আক্তার।

শিক্ষার্থীদের একঘেয়েমি কাটিয়ে মানসিক বিকাশের লক্ষ্যে ২৯ নভেম্বর আয়োজন করা হয় বার্ষিক পিকনিকের। শ্রেণিকক্ষ ও বইয়ের পাতার বাইরে প্রকৃতির সান্নিধ্যে এবং সহপাঠীদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই পিকনিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে। খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনটি ছিল আনন্দমুখর।

৩০ নভেম্বর ছিল বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি কেবল একটি বিদায় অনুষ্ঠান ছিল না, বরং তাদের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক স্তরে পদার্পণের স্বীকৃতি। বিদায় সংবর্ধনা শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ জাগ্রত করে। জুনিয়র শিক্ষার্থীদের (১ম-৪র্থ শ্রেণি) জন্য এটি ছিল বড়দের সম্মান জানানোর এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার শিক্ষা। বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার ও মানপত্র তুলে দেওয়ার মাধ্যমে তাদের আগামী দিনের পথচলার জন্য অনুপ্রাণিত করা হয়। বিদায়ী শিক্ষার্থী সনিমা সুবা ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪র্থ শ্রেণীর “কিংবদন্তী” অসাধারণ বক্তব্য উপস্থাপন করে।

অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মোছাঃ সাজমুন নাহার খন্দকার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার ভিত্তি। এখান থেকে অর্জিত শিক্ষা ও নৈতিকতাই তোমাদের পরবর্তী জীবনের পাথেয় হবে।” তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর রেখাপাত করে।

মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুই দিনের আয়োজন নিছক কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ২৯ নভেম্বরের পিকনিক শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ (Teamwork) এবং সহমর্মিতা শিখিয়েছে। অন্যদিকে, ৩০ নভেম্বরের বিদায় অনুষ্ঠান তাদের শিখিয়েছে কীভাবে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয় এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতে হয়। প্রধান শিক্ষিকা জনাবা মোছাঃ সাজমুন নাহার খন্দকারের উপস্থিতি এবং তদারকি প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে বদ্ধপরিকর।

পরিশেষে, আনন্দ আর অশ্রুর সংমিশ্রণে এই আয়োজনটি বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। বিদায়ী শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যালয় ছেড়ে গেলেও, এখান থেকে প্রাপ্ত শিক্ষা ও স্মৃতি তাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

অভিনন্দন! দ্যা রয়েল কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার জন্য