৩১ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের সব পরীক্ষা সম্পন্নের নির্দেশ: জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর
আলোধারা ডেস্ক:
২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের সকল বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল ১ ডিসেম্বর জারি করা এক জরুরি পরিপত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার তিন ধাপে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবেই নির্ধারিত সময়সীমার ব্যত্যয় ঘটানো যাবে না।
পরীক্ষার সময়সূচি: পরিপত্র অনুযায়ী, ২০২৫ সালের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:
১. বার্ষিক পরীক্ষা: ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা যা ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে, তা আগামী ৭ ডিসেম্বর ২০২৫ (রবিবার) এর মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
২. প্রাক-নির্বাচনি পরীক্ষা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনি (প্রি-টেস্ট) পরীক্ষা শুরু হবে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এবং তা শেষ করতে হবে ২৩ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে।
৩. জুনিয়র বৃত্তি পরীক্ষা: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রবিবার) থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) পর্যন্ত।
কঠোর হুঁশিয়ারি: জারি করা নির্দেশনায় পরীক্ষার স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, উক্ত পরীক্ষাসমূহ গ্রহণে কোনো শিক্ষক বা কর্মচারীর শিথিলতা বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র প্রণয়ন ও ফলাফল তৈরিতে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
মাঠ পর্যায়ে নির্দেশনা: ইতিমধ্যে এই নির্দেশনা রংপুর অঞ্চলসহ দেশের সকল জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও স্থানীয় সকল স্কুল ও মাদ্রাসার প্রধানদের এই সময়সূচি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং প্রাক-নির্বাচনি পরীক্ষার চাপের কারণে বিদ্যালয়গুলোতে এখন পুরোদমে প্রস্তুতি চলছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই সকল একাডেমিক কার্যক্রম শেষ করতে এই সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।