এই দুনিয়ায় আমি এসেছি একা
মোহাম্মদ নাহিদ রহমান
দশম শ্রেণি
কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।
এই দুনিয়ায় আমি এসেছি একা,
এই দুনিয়া আমায়
ছেড়েও যেতে হবে যে একা।
এই রং তামাশার দুনিয়ার ভীড়ে,
কখন যে ভুলে গেছি আমি, যাওয়ারি কথা।
এই দুনিয়ার দিন গুলো যে যায়,
কত শত স্বার্থপরতায়,
কত ভালোবাসায়,
কত মায়ায়।
হ্যাঁ, আরো যে কত কিছুর মাঝেই যে যায় এই দিনগুলি।
আমি কেন জানি বুঝেই উঠতে পারিনা,
দুনিয়ায় না প্রতিদিন কত শত ঘটনাই না ঘটে যায়।
তবু কেন এই মনটি যত কষ্টদায়ক স্মৃতিরয়,
সেগুল নিয়ে বাঁচতে চায় বাঁচতে চায়।
স্মৃতিগুলো লিখে রাখে আমার হিসেবের খাতায়,
তাই হয়তো আমি,
হারিয়ে যাই এই দুনিয়ার কোন এক অন্ধকার ছায়ায়।
এ দুনিয়া আমার মনেহয় খোলা বইএর পাতা,
সময় হয়ে এলেই পাতাগুলো নীরব হয়েই যায়,
তখন আর কেউ পড়ে না তাই।
দুনিয়ায় হুট করে একদিন থামবে আমার পথচলা,
তবু মাটির গন্ধে থাকবে আমার কথাগুলি,
আমি এসেছিল একা, যাবোও আমি একা,
তবু কিছু কথা আমার,
যাবে দুনিয়ায় লেখা।